কুতুবদিয়ায় সংঘর্ষে আহত ১৩ নারী-পুরুষ

fec-image

কুতুবদিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ১৩ নারী-পুরুষ আহত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে ঘাটকুল পাড়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষ বাধে। এতে আহত হয় প্রায় ১২/১৩ জন।

আহত খরত আলীর পুত্র মো. শাহিন জানান, তার বাবা সকালে ঘাটকুল পাড়ায় তাদের জমিতে গেলে স্থানীয় মৃত নজরুল ইসলামের পুত্র পারভেজ দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় খবর পেয়ে আত্মীয়-স্বজন এগিয়ে এলে তাদের উপরও লাঠি সোডা নিয়ে হামলা করে। এলোপাতাড়ি হামলায় আহত হন শিশু সহ অন্তত ১৩ জন।

গুরুতর আহতদের মধ্যে হকদার পাড়ার বৃদ্ধ খরত আলী (৭০), ঘাটকুল পাড়ার মাহাবু (৪০), মনজুর আলম (৪০), ফরিদা বেগম (৩০), নিরব (২০), পারভেজ (৩৫), বিজয় (১৭), কাইছার (৫০), সাজিদ (৫০), সাবেকুন নাহার (৫০), আশেক (৩৮), মাশেক (৪০) ও ৯-১০ বছর বয়সী এক শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সবাইকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন কর্তব্যরত চিকিৎসকগণ।

ঘটনার পরই থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে আহতদের দেখতে যান। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, কুতুবদিয়ায়, নারী-পুরুষ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন