খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

fec-image

“মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে কমিউনিটি
পুলিশিং ডে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি অফিসার ক্লাব মিলনাতয়নে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও খাগড়াছড়ি জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি
সুদর্শন দত্ত। সভায় কমিউনিটি পুলিশিং সদস্য, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যেদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কমিউনিটি পুলিশিং ডে, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন