ঘর উপহার পেয়ে পানছড়িতে খুশীর জোয়ার!

fec-image

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে পানছড়িতে বইছে খুশীর জোয়ার।

বৃহষ্পতিবার (২১শে জুলাই) সকাল দশটা থেকেই পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সম্প্রদায়ের উপকারভোগীরা অপেক্ষায় ছিলেন মাহেন্দ্রক্ষণের। অবশেষে উপকারভোগী পরিবারের মাঝে ভার্চুয়ালি সংযুক্ত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ৩য় পর্যায়ের (২য় ধাপে) বরাদ্দকৃত ৭৪টি গৃহহীন ও ভুমিহীন পবিবারকে কবুলিয়তসহ দৃষ্টিনন্দন গৃহ বুঝিয়ে দেয়া হয়।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ জানান, ১ম ও ২য় পর্যায়ে ৩৬২টি গৃহ হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে ১৬১টি গৃহের বরাদ্দ পাওয়া যায়। যার মাঝে ২৬ এপ্রিল হস্তান্তর করা হয়েছিল ৮৭টি। আজ ২১শে জুলাই হস্তান্তর হয়েছে ৭৪টি। উপজেলায় মোট বরাদ্দকৃত গৃহের সংখ্যা ৫২৩টি। তিনি আরো
জানান, বিভিন্ন সম্প্রদায়ের মাঝে সংখ্যানুপাতে গৃহ প্রদান করা হয়েছে।

উগলছড়ির ক্রাজাইরী মারমা, কিনাচান পাড়ার বড়পেদা চাকমা, প্রদীপ পাড়ার কালাবি ত্রিপুরা ও আলীনগরের হাজেরা বেগম জানান, ঘর পেয়ে আমরা খুব খুশী।

প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপহার, খুশীর জোয়ার, ঘর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন