ঘুমধুমে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয়


নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রয় করা হয়েছে।
শনিবার (২৭ মে ) বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৩ জন ডিলারের মাধ্যমে মোট ৮’শত পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। পণ্যগুলো হল সয়াবিন তৈল, মসুর ডাল ।
ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজের নির্দেশনায় উক্ত কার্যক্রম উদ্ভোধন করেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম।
তিনি বলেন, বর্তমান সরকার ন্যায্য মূল্যে মেহনতী মানুষের জন্য ভর্তুকি দিয়ে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌছানোর ব্যবস্থা করছেন।
এ সময়, ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য খালেদা বেগম, মোহাম্মদ আলম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল ফয়েজ, শাহজাহান, যুবলীগ নেতা মোস্তাকিম আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।