চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে মসজিদের পুকুরের পানিতে ডুবে আফরা মনি (৭) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৪ জুন) সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফরা মনি ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গ্রামের প্রবাসী শাহাদত হোসেনের কন্যা।
খুটাখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের স্থানীয় মেম্বার জিশান শাহরিয়ার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আফরা মনি গত কয়েকদিন পূর্বে ডুলাহাজারা থেকে তার মায়ের সাথে নানার বাড়ি খুটাখালী নয়াপাড়া এলাকায় বেড়াতে যান। রবিবার সকালে শিশুদের সাথে সে মসজিদের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। ওইসময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছাঁয়া নেমে আসে।