ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি


অবশেষে রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক মো. এজাবুরকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক আদেশে তাকে বদলি বিষয়ে জানা যায়।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল উড বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর মো. এজাবুর আলম কর্মরত ছিলেন।
বদলির বিষয়ে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার (আ.দা.) নিকট জানতে চাইলে তিনি বদলি আদেশের সত্যতা স্বীকার করে।
উল্লেখ্য যে, উক্ত শিক্ষক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীরা উপযুক্ত বিচার চেয়ে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ নিয়ে বিভিন্ন মিডিয়া সংবাদ প্রকাশ হলে প্রশাসন দ্রুত ব্যবস্থাসহ ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি করেন। বর্তমানে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।