টেকনাফে আল-আরাফাহ ইসলামী ব্যাংক হ্নীলা বাজার আউটলেট শাখার উদ্বোধন
কক্সবাজারের টেকনাফে ব্যাংকিং সেবার অন্যতম আল-আরাফাহ ইসলামী ব্যাংক হ্নীলা বাজার আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) সাড়ে ১১ টায় হ্নীলা বাস স্টেশন ছৈয়দুল্লাহ মার্কেটের ২য় তলায় ওই শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. ময়নাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক মো. ফরিদুল আলম, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. রফিকুল ইসলাম, হ্নীলা ইউনিয়ন পরিষদ ও ফ্রেন্ডস এসোসিয়েশন হ্নীলা (৯৮ ব্যাচ ) সদস্য মোহাম্মদ আলী, ইউপি সদস্য মোহাম্মদ হোছাইন, রেজাউল করিম, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, সমাজ সেবক জিয়াবুল হোসেন, আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ ।
ডেনিম আর্ট লিমিটেড’র পরিচালক ও ফ্রেন্ডস এসোসিয়েশন, হ্নীলা (৯৮ ব্যাচের) উপদেষ্টা আলা উদ্দিন আহমেদ রাসেলে’র সভাপতিত্বে সদস্য আমান উল্লাহ আমান’র পরিচালনায় বক্তব্য রাখেন, মাও. ফেরদৌস আহমদ, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুদ, জিয়াউল হোসেন কায়সার প্রমুখ।
বক্তারা জনপদে এই আধুনিক ব্যাংকের গুরুত্বারোপ করেন। বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে ৫৪৪তম আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, সীমান্ত জনপদ হ্নীলায় ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের সংগঠন ফ্রেন্ড এসোসিয়েশন’র ৩৩ সদস্য ও উদীয়মান উদ্যোক্তাদের ভুমিকায় এ-ই শাখার কার্যক্রম চালু করা হয়।