দীঘিনালায় বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজ


দীঘিনালায় বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়নে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
প্রীতিভোজে বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আউয়াল উদ্দিন আহমেদ সিগন্যাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুছড়া ৭ বিজিবি’র উপ অধিনায়ক
মেজর মোহাম্মদ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
এতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ রুহুল আমিন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তুষ জীবন চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে সবাই প্রীতিভোজে অংশ নেন।