দীঘিনালায় মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ৫২ লাখ টাকা ব্যয়ে কবাখালী জালালাবাদ জামে মসজিদ ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুসলিমপাড়া জামে মসজিদ, মুকুন্দ নীলিমা ভোকেশনাল ইন্সটিটিউটের একাডেমিক ভবন এবং নয় মাইল ত্রিপুরাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া এবং দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান।
নিউজটি ভিডিওতে পড়ুন: