দীঘিনালায় হিল উইমেন্স ফেডারেশনের কমিটি গঠন
জেলা সংবাদদাতা, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় শুক্রবার হিল উইমেন্স ফেডারেশন-এর কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় দিঘীনালা উপজেলা সদরের মাইনী রিসোর্ট সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়।
সভা মেনাকী চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা উপজেলা ইউনিটের সংগঠক স্বপন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সভাপতি অংকন চাকমা প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ডেইজী চাকমা ও সভা পরিচালনা করেন এন্টি চাকমা।
সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মেনাকী চাকমাকে সভাপতি, মেমোরি চাকমাকে সাধারণ সম্পাদক ও অর্জিতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট দিঘীনালা উপজেলা কমিটি গঠন করা হয়। হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাদ্রী চাকমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
হিল উইমেন্স ফেডারেশন দিঘীনালা উপজেলা কমিটির দপ্তর সম্পাদক চম্পা চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।