দীলিপ সেন চাকমাকে ছেড়ে দেয়া হয়েছে: ইউপিডিএফ


সাবেক ইউপিডিএফ সদস্য দীলিপ সেন চাকমাকে সোমবার (২৮ অক্টোবর) ভোররাত আড়াইটার দিকে রাঙামাটি জেলার কাউখালির ডেবাছড়ি গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়ছে বলে দাবি করে ইউপিডিএফ। এরপর দুপুরে তাকে ছেড়েও দেয়া হয় বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
তাকে সোমবার দুপুরে মুক্তি দেয়া হয়েছে বলে ইউপিডিএফ’র রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারের ১০ ঘন্টা পর দুপুর পৌনে ১টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে কাউখালির তিন মহিলা ইউপি সদস্য উসাইন্দা রোয়াজা, মিনু মারমা ও কর্ণফুলি চাকমার জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।
ঘটনাপ্রবাহ: আটক, ইউপিডিএফ, প্রেস বিজ্ঞপ্তি
Facebook Comment