দুইদিনের সফরে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ১০ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২ দিনের অবকাশ যাপনে যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, মহামান্য রাষ্ট্রপ্রতির নিরাপত্তার স্বার্থে তিনি যেই রিসোর্টে অবস্থান করবেন সেটি ছাড়া বাকী সব রিসোর্ট ও কটেজ যথারীতি খোলা থাকবে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সাজেকের খাসরাং হিল রিসোর্টে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং রিসোর্ট ও কটেজ মালিক সমিতির নেতাদের মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ২০২৩ সালে ২০-২২ ডিসেম্বর রাষ্ট্রপতির তিনদিনের সাজেক সফর অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়েছিলো।