পানছড়িতে দশ সহস্রাধিক মুসলিম তৌহিদী জনতার বিক্ষোভ
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:)কে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রায় দশ সহস্রাধিক মুসলিম তৌহিদী জনতা।
৩০’অক্টোবর (শুক্রবার) জুমার নামাজ শেষে পানছড়ি বাজার এলাকা থেকে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
পানছড়ির ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম এ বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন পানছড়ি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. দলিলুর রহমান।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে এসে প্রতিবাদ সভা করে। এতে বক্তব্য রাখেন ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, মধ্যনগর মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আবদুল খালেক, পানছড়ি থানা মসজিদের ইমাম মাওলানা হেলাল, দমদম জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন, কলাবাগান জামে সমজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম, মধ্যনগর মাদ্রাসার ইমাম মুফতি মো. মহিউদ্দিন ও উপজেলা মসজিদের ইমাম মাওলানা সাব্বির মাহমুদ।
এ সময় বক্তারা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট বিশ্বের মহামানব হযরত মুহাম্মদ (স:)কে নিয়ে ব্যঙ্গচিত্র করে মুসলমানের কলিজায় আঘাত করেছে। তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে ফ্রান্সের পন্য বয়কটের আহ্বান জানানো হয়।