পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের কারণ জানালেন থোয়াই চিং মং শাক


অনলাইন অ্যাক্টিভিস্ট ও সিএইচটি সম্প্রীতি জোটের সমন্বয়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেছেন, ‘আমরা এই দেশের নাগরিক। আমরা পার্বত্য চট্টগ্রাম থেকে এসেছি বলে আমাদেরকে বলা হয় উপজাতি। আর ওখানে বাঙালি যারা আছেন তাদেরকে বলা হয় বাঙালি কিংবা সেটলার। পাহাড়ি কিংবা বাঙালি বলতে আলাদা কিছু নেই। যিনি পার্বত্য চট্টগ্রামে বসবাস করেন, যার জন্য পার্বত্য চট্টগ্রামে তারা সবাই পাহাড়ি। কাউকে আলাদাভাবে পাহাড়ি কিংবা কাউকে আলাদা করে বাঙালি বলা ঠিক নয়। আপনাদেরকে তো আমরা বলি না যে আপনি সমতলী। তাহলে আমাকে কেনো বলা হবে পাহাড়ি। আমরা ১৯৭১ সালের স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারি নি, ঠিক তেমনি চব্বিশের জুলাই পরবর্তীতেও নতুন স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারি নি। তার একমাত্র কারণ তিনটি (চাকমা, মারমা, ত্রিপুরা) জাতিগোষ্ঠীর কাছে পার্বত্য চট্টগ্রাম লীজ দেয়া আছে। এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি এখান থেকে বেরিয়ে আসতে না পারি, তাহলে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আরো ষড়যন্ত্র হবে।’
৮ অক্টেবর বুধবার রাজধানীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বক্তৃতায় তিনি আরো বলেন, ‘আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম মানেই চাকমা। সেই চাকমা ব্যতিত অন্য কোনো জাতির কথা আপনারা জানেন না। সন্তু লারমার একটিমাত্র বাহিনী ছিল জেএসএস। এই জেএসএস থেকে পার্বত্য চট্টগ্রামে আজ ৭টি দল গঠিত হয়েছে। এই ৭টি দল গঠনের পেছনে কারণ হলো আমরা রাঙামাটিকে লীজ দিয়েছি চাকমাদের হাতে, বান্দরবানকে লীজ দিয়েছি মারমাদের হাতে, আর খাগড়াছড়ি লীজ দিয়েছি ত্রিপুরাদের হাতে।’

















