প্রচণ্ড তাপদাহে ইউরোপে প্রায় ৪৭ হাজার মানুষের মৃত্যু

fec-image

গত বছর ইউরোপে প্রচণ্ড তাপদাহে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশেষ করে দক্ষিণ ইউরোপের দেশগুলো এ পরিস্থিতিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএসগ্লোবাল) সোমবার (১২ আগস্ট) প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও খবরটি প্রকাশ করেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায়, ইউরোপ এখন বিশ্বের দ্রুত-উষ্ণ হওয়া মহাদেশ। এ কারণে সেখানে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

আইএসগ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে উষ্ণ আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে সতর্কতা ও স্বাস্থ্য সেবা উন্নয়নের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

গবেষক এলিসা গ্যাল্লো বলেছেন, ‘চলতি শতাব্দীতে উচ্চ তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ার প্রক্রিয়া কেমন হচ্ছে তা আমরা দেখেছি। এর ফলে বিশেষ করে বয়স্কদের মধ্যে তাপজনিত মৃত্যুর সংখ্যা কমেছে।’

গবেষণায় ইউরোপের ৩৫টি দেশের মৃত্যুর এবং তাপমাত্রার তথ্য সংগ্রহ করা হয়েছে। মোট ৪৭ হাজার ৬৯০ জনের মৃত্যু তাপজনিত কারণে হয়েছে বলে তারা অনুমান করেছেন। গ্রিস, বুলগেরিয়া, ইতালি ও স্পেনে উচ্চ মৃত্যু হার দেখা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউরোপ, তাপপ্রবাহ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন