বন ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে বান্দরবানের উন্নয়ন করতে হবে: পার্বত্যমন্ত্রী
পার্বত্য জেলার উন্নয়নে বন ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে বান্দরবানের সকল দুর্গম এলাকার উন্নয়ন করতে হবে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বন ও পরিবেশ উন্নয়ন কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন ।
জেলা প্রশাসক মো. শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর। এ সময় অন্যানের মধ্যে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, বান্দরবান দুর্গম এলাকা, তাই এলাকার উন্নয়নে প্রত্যেকটা জিনিস সামঞ্জস্য রেখে করতে হবে এবং পাশাপাশি বন ও পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিশেষে পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়নের লক্ষ্যে সকল প্রতিষ্ঠানকে একযোগে মিলেমিশে কাজ করার আহবান জানান।