বাইশারীতে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

fec-image

পার্বত্য বান্দরবান নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ফ্রেন্ডশিপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় বাইশারী স্কুল ও কলেজ মাঠে এ খেলার অনুষ্ঠিত হয়।

হেলাল একাডেমি বনাম আনন্দ ক্লাব ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় হেলাল একাডেমি ২-০ গোলে জয়লাভ করে।

খেলার উদ্বোধক ছিলেন, নাইক্ষ্যংছড়ি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আবুল কালাম।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল হোসেনের সভাপতিত্বে এ খেলার আয়োজক কতৃপক্ষ উত্তর বাইশারী ফ্রেন্ডশিপ সংস্থা নেতৃবৃন্দ বলেন, ‌‌‌‘এ টুর্নামেন্টের নাম উত্তর বাইশারী ফ্রেন্ডশীপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২।’

ফাইনাল খেলায় প্রধান ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ নেতা ও বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী।

বিশেষ অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন খালেদ, বাইশারী তদন্ত কেন্দ্রের সাব- ইন্সপেক্টর তপু সাহা, বাইশারী কৃষক সমবায় সমিতির সভাপতি আমিনুল ইসলাম, বাইশারী যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক সভাপতি আবুল কালাম, যুবলীগ সহ-সভাপতি নুরুল কবির রাশেদ, সহ-সভাপতি মো. ইউনুছ বান্টু, ছাত্রলীগ সভাপতি সালেহ নূর করিম রিপন, বাইশারী খেলোয়াড় এসোসিয়েশনের আহ্বায়ক রেজাউল করিম ভুট্টো ও ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ।

খেলা পরিচালনা কমিটির সভাপতি ও বাইশারী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আনিছুর রহমান পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির সদস্য সচিব চিংওয়াই মারমা, সিনিয়র সদস্য শহিদ, হামিদ, শাহিন, জাহেদ, আনিছ, রাসেল, রুবেল, আনাছ, তৌহিদ ও রুকন প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পুরস্কার বিতরণ, ফাইনাল, ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন