রামুতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

fec-image

কক্সবাজারের রামুতে মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভুট্টো।

তিনি বলেন, মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার মতো প্রতিষ্ঠান প্রতিটি এলাকায় হোক, আমরা চাই। এসব প্রতিষ্ঠানের কারণে এলাকায় শৃঙ্খলা ফিরে আসে। ইহকালে শান্তি, পরকালে মুক্তির পথ সুগম করে। নিজেদের সন্তানদের গড়ে তুলতে মানারাতুল উম্মাহর মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো দরকার মন্তব্য করেন সিরাজুল ইসলাম ভুট্টো।

কো-অর্ডিনেটর মাওলানা হাফেজ মিযানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা বশির উদ্দিন বলেন, সুষ্ঠু ধারায় নৈতিক যোগ্যতাসম্পন্ন জাতি গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি।

এ সময় প্রিন্সিপাল মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, রামু লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, হক ম্যানশনের মালিক আকবর আহমদ, সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি থেকে চারদিন বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে হিফয ও সাধারণ বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও শিক্ষক ফয়সাল উদ্দিন, মীম জুহাইদ, মোহাম্মদ ইউনুছ, মাফরুহা ইসমত, সুমাইয়া ইসলাম, জিয়া উদ্দিন, কমরুদ্দিন, শাহেদুল হক, অফিস সহকারী মো. ছানা উল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পুরস্কার বিতরণ, প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন