বাইশারী বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার সময় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক হাছান আলী।
পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, ইউপি সদস্য নুরুল কবির, কৃষক লীগের সভাপতি আবু জাফর, যুবলীগের সহ সভাপতি নুরুল কবির রাসেদ, সাধারন সম্পাদক নুরুল আলম, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, ছাত্র লীগের সভাপতি সাজ্জাদুল করিম রিফাত, সমাজ সেবক আবদুল জব্বার, শিক্ষক আবু নছর প্রমুখ।
সহকারী শিক্ষক নুরুল আমিনের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে বিদায় ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন রেশমা আক্তার, অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, জোবায়েরা খানম।