বান্দরবানে দৃষ্টিনন্দন জামে মসজিদের উদ্বোধন করলেন বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানের রেইছাতে নবনির্মিত দ্বিতলা দৃষ্টিনন্দন রেইছা বাজার জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
জুমাবার (১৫ জুলাই) সকালে রেইছা বাজারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ জামে মসজিদের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় পার্বত্যমন্ত্রী বলেছেন, বান্দরবান পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও এখানকার জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা আন্তরিকতা রয়েছে। এ কারণে এখানে শুধু মাত্র রাস্তাঘাটই নয়, এখানকার ধর্মপ্রাণ মানুষের জন্য মসজিদ, মন্দির, কিয়াং ও গীর্জাও নির্মাণ করা হয়েছে। এ সময় তিনি আগামীতেও বান্দরবানের মানুষের জন্য উন্নয়ণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন বলে জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংচাহ্লাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।