বান্দরবানে পুলিশকে ইউএনডিপির মোটর সাইকেল অনুদান
স্টাফ রিপোটার:
বান্দরবান জেলার কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) জেলা পুলিশকে ১৫টি মোটর সাইকেল অনুদান দিয়েছে।
ইউএনডিপি সুত্র জানায়, শান্তিচুক্তি উত্তর পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘের বিশেষায়িত উন্নয়ন প্রকল্প ইউএনডিপি এন্ড চিটাগং হিল ট্র্যাক্টস ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনডিপি-সিএইচটিডিএফ) এর আওতায় বান্দরবান জেলা পরিষদের সার্বিক তত্বাবধানে এসব মোটর সাইকেল দেয়া হয়েছে।
শনিবার বিকেলে শহরের বালাঘাটা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা বান্দরবানের পুলিশ সুপার দেবদাশ ভট্টাচার্য্যর হাতে মোটর সাইকেলের চাবি তুলে দেন।
এসময় অনুষ্ঠানে বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, ইউএনডিপি প্রজেক্ট কর্মকর্তা হেনরিক ডেবিডস ফ্রেডরক, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা বিকশ চন্দ্র সিকদার আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান জেলার কমিউনিটি পুলিশিং এর সভাপতি মংক্যচিং চৌধুরী বক্তব্য রাখেন।
পার্বত্য চট্টগ্রামে নিজেদের ইচ্ছেমতো যা খুশি করার লাইসেন্স পেতে ইউএনডিপির প্রশাসনবশীকরণ মন্ত্রটা বেশ ভালোই চলছে, দেখছি।