বান্দরবানে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার:
বান্দরবান পৌর এলাকার কাশেম পাড়ায় পৃথক অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা টেবল্যাটসহ ২জন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন, কক্সবাজারের মো. ছৈয়দ আলম, সমীর চন্দ্র দাশ ও মহেশখালীর দেলওয়ার হোসেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শহরের কাসেম পাড়া এলাকায় অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছৈয়দ আলম ও দেলয়ার নামে দুই যুবক দৌড় দিলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে। তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, ওই রাতেই শহরের বাজারের ১নং গলির কামাল হোটেলের সামনে থেকে ইয়াবা বিক্রি কালে ২০ পিস ইয়াবাসহ সমীর চন্দ্র দাশকে আটক করে পুলিশ।
এদিকে বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাাহ জানান, বৃহস্পতিবার রাতে কাশেম পাড়া এলাকার রাস্তার মুখ থেকে দুজন এবং বাজার এলাকা থেকে একজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।