বাসের ধাক্কায় নৈশপ্রহরীসহ ২ পথচারী নিহত

fec-image

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় জাফর আলম (৫২) নামে এক নৈশপ্রহরী ও আবদুল মালেক (৪৬) নামে দুই পথচারী নিহত হয়েছেন। স্থানীয়রা দুর্ঘটনা পতিত বাসটি আটকালেও চালক পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করছেন।

রোববার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার মহাসড়কে উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা ও চকরিয়া পৌরসভার কোচপাড়া রাস্তার মাথা এলাকায় পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার এলাকার বাসিন্দা ও পৌর কিচেন মার্কেটের নৈশপ্রহরী জাফর আলম (৫২) ও উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার আবদুল মালেক (৪৬)।

মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকনিক এক্সপ্রেসের দ্রুতগামী একটি বাস ফাঁসিয়াখালী রাস্তার মাথা ও পৌরসভার কোচপাড়া রাস্তার মাথা এলাকায় দুজনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, দুই পথচারীকে বাস ধাক্কা দেওয়ার পর একজনকে মৃত ও আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে আহত ব্যক্তিও হাসপাতালে আনার সাত থেকে আট মিনিটের মধ্যে মারা যান। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা হয়নি। পরে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন