বৃষ্টির লুকোচুরিতে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের টসে বিলম্ব
গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত ও ইংল্যান্ডের। আধঘণ্টা আগে রাত ৮টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির লুকোচুরিতে বিলম্বিত হচ্ছে। পিচ এখনও কভারে ঢাকা।
বিশ্বকাপে ভারত এখনও কোনও ম্যাচ না হারলেও গ্রুপ পর্ব এবং সুপার এইটে একটি করে ম্যাচ হেরেছে ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালটি যেন গত আসরের পুনরাবৃত্তি। অ্যাডিলেড ওভালে গত আসরে ভারতকে যেন পাত্তাই দেয়নি জশ বাটলারের দল। ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইংলিশরা পৌঁছে যায় ফাইনালে। তাই তো এই ম্যাচ ভারতের জন্য প্রতিশোধেরও। তবে আজ বৃহস্পতিবার দুই দলকেই লড়তে হবে বৃষ্টির সাথে। বৃষ্টিতে শেষ পর্যন্ত খেলা না হলে সেটা আশীর্বাদই হবে ভারতের জন্য। টেবিল টপার হিসেবে তারাই কাটবে ফাইনালের টিকিট। ক্ষতি হবে কেবল ইংলিশদের।
বুধবার ম্যাচের আগের দিনে আধাবেলা বৃষ্টি হয়েছে গায়ানায়। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা প্রবল। ম্যাচ চলাকালীন সময় বৃষ্টির সম্ভাবনা ৮৭%। ম্যাচটি সরাসরি দেখা যাবে নাগরিক টেলিভিশনে।