সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সাধারণ ছাত্র জনতা এ বিক্ষোভ সমাবেশ করে।বিক্ষোভ সভায় বক্তারা বলেন, দুই হাজার ছাত্রের রক্ত এবং ত্রিশ হাজার আহতদের বিনিময়ে আজকে ফ্যাসিস্টমুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন স্বাধীন এ দেশে এখন ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। সরকারের প্রতি দাবি জানিয়ে তারা বলেন, অবিলম্বে এসব অপরাধীর বিচার করতে হবে। পাশাপাশি সামাজিক ভাবে এসব অপরাধীকে প্রতিহতের ডাক দিয়েছেন বক্তারা।বিক্ষোভে কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং শহিদুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়াকার্স পার্টির নেত্রী জুঁই চাকমা, রাঙামাটি জেলার গণ অধিকার পরিষদের সভাপতি ওয়াহিদুজ্জামান রোমান, বৈষম্যবিরোধী ছাত্র নেতা সাইমন ইসলাম, ইমাম হোসেন এবং বরকল উপজেলা ছাত্র পরিষদের সভাপতি তসলিম উদ্দিন।
Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255