মহেশখালীতে পুলিশের সাথে গুলি বিনিময়, অস্ত্রসহ আটক ২
মহেশখালীতে পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় অস্ত্রসহ ২ সন্ত্রাসীকে আটক করে পুলিশ।
শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার শাপলাপুরের গলাছিরা নামক স্থানে এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, রাত ১০টায় গোপণ সংবাদের শাপলাপুর ইউনিয়নের গলাছিড়া কালভার্টের পাশের জঙ্গল থেকে অবৈধ অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ীভাবে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে।
এক পর্যায়ে ডাকাতেরা পাহাড়ের জঙ্গলের ভিতর দিয়ে পালানোর সময় বড়মহেশখালীর ফকিরাঘোনা এলাকার মৃত ছলিম উল্লাহ ছলু এর ছেলে মো. হোছন (৩৭) ও কালাগাজীর পাড়া এলাকার ছদর আমিন এর ছেলে লেদু মিয়া (৩৯) কে আটক করে।
এই সময় তাদের কাজ থেকে ৫টি দেশীয় তৈরি এলজি, ৮ রাউন্ড কার্তুজ ও ৮টি গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ডাকাতেরা দীর্ঘদিন ধরে মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া থানা এলাকায় ডাকাতি, মানব পাচার, অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলো।
আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।
এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে মহেশখালী থানার মামলা রুজু করা হয়েছে।