মাটিরাঙ্গা সেনা জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা সংত্রুান্ত মতবিনিময় সভা অনুষিঠত হয়। এতে সভাপতিত্ব করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি।
এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভায় সন্ত্রাসী তৎপরতা নির্মূলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, মাটিরাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সবসময় সকলের পাশে থাকবে।
ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. শরীফ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁন, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামরিক, বে-সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।