মানিকছড়ির তুলাবিল-গোরখানা গ্রামীণ যোগাযোগ বিচ্ছিন্ন

fec-image

মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউপির তুলাবিল-গোরখানা গ্রামীণ সড়কের একমাত্র কালভার্টটি সম্প্রতি ভারী বৃষ্টিতে ধসে যায়। এতে গোরখানা ও ছদরখীল দক্ষিণ অংশের কৃষিজীবীরা তাদের উৎপাদিত তরু-তরকারী বাজারজাতে ভোগান্তিতে পড়েছে।

এছাড়া ওই সড়কে একটি মাদরাসা, কয়েকটি মোক্তব এবং বড়বিল প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র/ ছাত্রীরা স্কুলে যাতায়াতে চরম বেগ পেতে হচ্ছে।

ওই এলাকার ইউপি সদস্য মো. আবূুল মোমিন জনদূর্ভোগের বিষয়টি স্বীকার করে বলেন, কালভার্টটি বিগত ৪/৫বছর আগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দে করা হয়েছিল।

এবারের ভারী বৃষ্টিতে পুরো কালভার্টটি ভেঙ্গে গেছে। এটি সংস্কার সম্ভব হবে না। নতুনভাবে করতে হবে। অচিরেই এ নিয়ে উপজেলা ও ইউনিয়ন পরিয়দ চেয়ারম্যানকে অবহিত করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কালভার্ট, মানিকছড়ি, সড়ক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন