মাটিরাঙ্গার তবলছড়িতে বৃদ্ধের লাশ উদ্ধার

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি থেকে মো. হাসান আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে তবলছড়ি ফাড়ি থানা পুলিশ। শুক্রবার (১২ আগষ্ট) দুপুর ২টায় তবলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড মোহাম্মদদপুর (গৌরাঙ্গপাড়া সেটেলার জোন) এলাকায় নিজ বাড়ির টয়লেট থেকে লাশ বৃদ্ধার উদ্ধার করা হয়। হাসান আলী মৃত. সায়েদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিন মুজুর হাসান আলীর সাথে গত ১১ আগস্ট বিকাল ৫টার সময় পরিবারের লোক জনের সাথে ঝগড়া হয়। এলাকার লোকজন নিহত বৃদ্ধা হাসান আলী দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। খোজাঁ খুঁজির এক পর্যায় টয়লেটে নিহতের লাশ দেখতে পেয়ে তবলছড়ি ফাড়ি থানা পুলিশকে খবর দিলে থানার ইনচার্জ মো. মনির হোসেন এর নেতৃত্বে বৃদ্ধার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে। সন্দেহ ভাজন নিহত বৃদ্ধের মেয়ে, মেয়ের জামাই ও স্ত্রীকে আটক করা হয়েছে।
তবলছড়ি ফাড়ি থানার ইনচার্জ মো. মনির হোসেন জানান, এক বৃদ্ধের লাশ উদ্ধার ও তিন জন কে আটক করা হয়েছে । পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।