মাটিরাঙ্গায় নিখোঁজ ৩ ছাত্র উদ্ধার


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত বৃহস্পতিবার (১১ মে) নিখোঁজ হওয়া ৩ মাদ্রাসার ছাত্রকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে ) বিকালে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রামের বালুছড়া এলাকা হতে তাদের উদ্ধার করা হয়।
এ সময় ছাত্র অভিভাবক আবুল বশর জানান, একটি মোবাইল নাম্বারের সূত্র ধরে মাটিরাঙ্গার থানার সহযোগিতায় হাটহাজারী ও বায়েজিদ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে বালুছড়া এলাকা হতে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, নিখোঁজ ৩ ছাত্রকে কেউ অপহরণ করেনি। তারা নিজেরাই মাদ্রাসা হতে পালিয়েছিল। উদ্ধারের পর রাতেই অভিভাবকগণ ৩ ছাত্রসহ মাটিরাঙ্গা থানায় উপস্থিত হয়ে জিডি প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, গত ১১ মে মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের যামীনীপাড়া বেলাল পোস্ট নামক এলাকায় হাজী সেকান্দার আলী হাফেজিয়া মাদ্রাসা হতে ৩ জন ছাত্র তরিকুল ইসলাম (১৪),মনসুর আলম মাসুম (১২) এবং আবুল কালাম (১৪) নিখোঁজ হয়।