রাঙামাটিতে বিজয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

fec-image

রাঙামাটিতে আড়ম্বর আয়োজনে বিজয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. ইনামুল হাসান, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন, বিজয় দিবস পালন প্রস্তুতি কমিটির সদস্য নুরুল আবসারসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, আনসার-ভিডিপি প্রধান ও পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

সভায় বলা হয়- জেলা প্রশাসন সরকারি রির্দেশনা মেনে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস অত্যন্ত আড়ম্বর আয়োজনে পালন করবে। এজন্যে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকালে মাঠে ডিসপ্লে প্রদর্শন, কুচকাওয়াজ সঠিকভাবে করতে কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এছাড়া শহীদ মিনার, কুচকাওয়াজ-ডিসপ্লে মাঠ, শহীদ আব্দুল আলী প্রাঙ্গণ এবং বঙ্গবন্ধু মুর‌্যাল এলাকায় পরিষ্কার পরিছন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিজয় দিবস, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন