খাগড়াছড়িতে বিজয় দিবস উপলক্ষে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন

fec-image

আজ মহান বিজয় দিবস। দিবসটিকে ঘিরে খাগড়াছড়িতে পতাকা উত্তোলন, মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন হয়েছে। খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার সময় জাতীয় সঙ্গীত পরিবশনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

পরে কবুতর ও বেলুন উড়িয়ে বীর মুক্তিযোদ্ধা, আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, স্কাউট, গার্লস গাইডসহ ৪৮টি টিমের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় সালাম গ্রহণ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক।

কুচকাওয়াজ শেষে স্কুল, কলেজ, রেড ক্রিসেন্ট, স্কাউট, গার্লস গাইডসহ ১৪ টিমের পরিবেশনায় ডিসপ্লে উপভোগ করেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্টেডিয়ামের দর্শক সারিতে বসা হাজারো মানুষ।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, ডিসপ্লে প্রদর্শন, বিজয় দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন