বীর শহীদদের প্রতি উখিয়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

fec-image

মহান বিজয় দিবসে উখিয়া উপজেলা প্রশাসন বীর শহীদদের প্রতি বিভিন্ন অনুষ্ঠান পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে।

উখিয়া উপজেলা প্রশাসনের পালিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে উখিয়া পুষ্প অর্পন করে শ্রদ্ধা নিবেদন ও সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা, শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদসহ সকল উপাসনালয়ে প্রার্থনা ও বিশেষ মোনাজাত, সকাল ১০টায় উখিয়া উপজেলা পরিষদের হলরুমে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের সাথে এবং ভার্চুয়াল মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা।

অনুষ্ঠানসমুহে উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিমুল এহসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া, বিজয় দিবস, মুক্তিযোদ্ধা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন