রাঙামাটিতে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


রাঙামাটিতে আড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১২অক্টোবর) বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতবব্বর। সন্মানিত অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহম্মেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুল আলম এর সঞ্চালনায় বক্তৃতা দেয় জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি পরেশ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন প্রমুখ।
আলোচনার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হয়। এরপরই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। এরপর থেকে শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক লীগ অগ্রণী ভূমিকা পালন করছে।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর দিক-নিদর্শনা অনুযায়ী শ্রমিক লীগের নেতৃবৃন্দ কাজ করে যাবে। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।