রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মাছ ব্যবসায়ীকে জরিমানা
রাঙামাটি জেলার রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পঁচা মাছ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৯শ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর রাজস্থলীর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে রাজস্থলী বাজারের হাসান, অংচাইনু মারমা, সাগর দাশকে পঁচা মাছ বিক্রয় করায় ৯শ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার ছাবেদুল হক, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, মৎস্য ক্ষেত্র সহকারী চিংনুমং মারমা প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন রাজস্থলী থানার উপ পরিদর্শক সাজ্জাদ হোসেন।