রামগড়ে ইয়াবাসহ বিজিবির হাতে আটক ১
খাগড়াছড়ির রামগড়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার বিকালে সীমান্তবর্তী রামগড়-লাচারিপাড়া সড়কের কাশিবাড়ি এলাকা থেকে আটক ওই বক্তির নাম আনোয়ার হোসেন(৩২)। সে রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকার রুস্তম আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেযে ৪৩ বিজিবির কাশিবাড়ি বিওপির নায়েক সুবেদার দীলিপ কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি টহলদল লাচারিপাড়া রাস্তার পাশ থেকে আনোয়ার হোসেনকে আটক করে। বিজিবি তার দেহ তল্লাসি করে দুটি পলি প্যাকে ১৭০ পিস গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় বিজিবি তার একটি মোটরসাইকেল (নম্বর- চট্ট মেট্টো ল ১৩-৭২৭৬) ও দুটি মোবাইল ফোন সেটও জব্দ করে।
ধৃত আনোয়ারের দাবি, ষড়যন্ত্রমূলকভাবে কেউ তার মোটরসাইকেলে ইয়াবাগুলো রেখে তাকে ফাঁসিয়েছে।
বিজিবি জানায়, আনোয়ার একজন পেশাদার মাদক ব্যবসায়ি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে রামগড় থানায় সোপর্দ করা হবে।