রাজনগর ৩৭ বিজিবি জোনের উদ্যোগে

লংগদুতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ

fec-image

রাঙ্গামাটির লংগদুতে রাজনগর (৩৭ বিজিবি) জোনের উদ্যোগে জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এলাকার গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (শুকনা রশদ) বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে রাজনগর জোন মাঠে জোনের দায়িত্বপূর্ণ এলাকার গরীব ও দুস্থ ২০৭টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর সকল অফিসারবৃন্দ উপস্থিত থেকে গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল, তেল, চিনি ও লবন ইত্যাদি।

একই সাথে রাজনগর জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রসুল আমিন, এএমসি কর্তৃক বিভিন্ন বয়সী মহিলা, পুরুষ ও শিশুসহ সর্বমোট ১৮০ জন স্থানীয় গরীব অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চিকিৎসা সেবা, ত্রাণ, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন