`সমাজ পরিবর্তন করতে হলে সকলের ভূমিকা রাখতে হবে’

fec-image

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে মহেশখালী থানার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার জাহেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশখালী থানার ওসি মোঃ আবদুল হাই। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাস্টার লিয়াকত আলী, কমিউনিটি পুলিশের সভাপতি আমিরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছুরুত আলম, সাহেদ মোঃ ছবর, কুতুবজোম ইউনিয়ন স্বাস্থ্য সহকারি জাহাঙ্গীর আলম, এস আই আল আমিন, আমির হোসেন, ইউপি সদস্য নুরুল আমিন খোকা, সাহাব উদ্দিন, রহিম সিকদার, ছাত্রলীগ নেতা কলিম উল্লাহ প্রমুখ।

সভায় প্রধান অতিথি সিনিয়র পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, নিজেই পরিবর্তন হলে পুলিশের দরকার হবেনা, দরজা খোলা রেখে ঘুমাতে পারবেন যদি আপনি নিজে সৎ হন।

ওসি আবদুল হাই বলেন, যার সমস্যা সেই আসবেন থানায়, কোন ধরনের অভিযোগ, জিডি ও মামলা দায়ের করতে কোন অর্থের প্রয়োজন হবেনা, কোন পুলিশ বা দালাল কে টাকা দেওয়ার প্রমান থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সাপ্তাহে একদিন থানার একজন এস আই কুতুবজোম পরিষদে বসবে আপনার সমস্যার কথা তাকে জানাতে পারবেন।

তিনি বলেন, সমাজ পরিবর্তন করতে হলে সকলের ভূমিকা রাখতে হবে। মিথ্যা কোন অভিযোগ নিয়ে থানায় গেলে তার মামলায় সেই আটক হবে। আমরা একটি পরিবর্তনের বার্তা নিয়ে মহেশখালী আসছি, আমাদের সহযোগিতায় করুন নিজে নিরাপদে থাকুন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মতবিনিময় সভা, মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন