সীমান্তে মিয়ানমারের সেনা বৃদ্ধি রোহিঙ্গা ও স্থানীয় লোকজন চরম আতঙ্কে
বাইশারী, প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে নতুন করে আরও সৈন্য বাড়িয়েছে মিয়ানমার। সেই সঙ্গে কাঁটাতারের বেড়া ঘেঁষে তৈরি করা হচ্ছে আরও বাঙ্কার। কাটাঁ তারের বেড়ার ওপারে লাগোয়া পাহাড় টিলায় মিয়ানমারের সীমান্তরক্ষীরা অবস্থান করলেও গভীর রাতে পাহাড় থেকে নেমে এসে নো মেন্স ল্যান্ডের অবস্থানরত রোহিঙ্গাদের পাশে এসে উত্তেজিত করতে বিভিন্ন ধরনের হরণ বাজিয়ে থাকেন। মাইক দিয়ে নো মেন্স ল্যান্ড থেকে সরে যাওয়ার জন্য প্রচার এখনো থামেনি। আর এদিকে শুক্রবার (২ মার্চ) দুই দেশের পতাকা বৈঠকের পর সৃষ্ট উত্তেজনা কিছু সময়ের জন্য প্রশমিত হলেও শনিবার থেকে আবারও বৃদ্ধি পেয়েছে। গত রবিবার ও সোমবার তুমব্রু সীমান্তে নতুন করে সৈন্য বাড়ানো হয়েছে এবং মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশকে বাঙ্কার খনন করতে দেখা গেছে বলে দাবি করেন রোহিঙ্গা নেতা মাষ্টার দিল মোহাম্মদ।