হাফছড়িতে পাচঁশত অসহায় পরিবার পেলো প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা


খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে মহামারী প্রতিরোধ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাচঁশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (৫মে) সকালে হাফছড়ি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সহায়তা বিতরণ করা হয়েছে। এসময় হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, পরিষদের সদস্য আরমান হোসেন, কংলাপ্রু মারমা, অংগ্যজাই মারমা, উগ্যজাই মারমা ও উপসহকারী কৃষি অফিসার আব্দুর রহিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণকালে ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী বলেন, মহামারী করোনার প্রাদুর্ভাবে সাধারণ মানুষ যাতে দুর্ভোগে কষ্ট না পায় সে লক্ষে হাফছড়ি ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ৫’শত পরিবারকে ৫’শত টাকা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।