অস্ত্রসহ ৩ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা, টেকনাফ:
টেকনাফ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ রোহিঙ্গা ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ।
পুলিশ সূত্র জানায়, ৮জুন শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও জাদিমুরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী শিবিরের ডি ব্লকের ৭১০ নম্বর শেডের ২ নম্বর কক্ষের বাসিন্দা আব্দু শুক্কুরের পুত্র আনু মিয়া প্রকাশ নাগু ডাকাত (৩৫) ও একই শিবিরের ই ব্লকের ৯০৮ নম্বর শেডের ১ নম্বর কক্ষের বাসিন্দা ছৈয়দুর রহমানের পুত্র রহিম উল্লাহ (৩৮) কে আটক করে।

তাদের স্বীকারোক্তি মতে, রোহিঙ্গা শিবিরের পার্শ্ববতী পাহাড়ের শালবাগানের একটি টংঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি একনলা বন্দুক, লম্বা কিরিচ, কোদাল, হাতুড়ি উদ্ধার করা হয়। এদিকে, একইদিন রাতে লেদা মোচনী আন-রেজিষ্ট্রার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে অর্ধডজন ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামী ১নং শেডের ২নম্বর কক্ষের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের পুত্র রশিদ উল্লাহ (৩৫) কে আটক করে। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস জানিয়েছেন Ñ আটককৃত ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে ৩ ডাকাতসহ ১টি অস্ত্রও ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন