আদর্শ গ্রাম গঠনে ভূমিকা রাখছে পল্লী উন্নয়ন প্রকল্প- রামুতে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণে ইউএনও সেলিনা কাজী

ramu pic islami bank 12.12রামু প্রতিনিধি:

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী বলেছেন, সরকার গ্রাম ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাহিকতায় পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বী করে ইসলামী ব্যাংকও দেশের অগ্রগতিতে অনন্য ভূমিকা পালন করছে। এতে সরকারের মহৎ উদ্দেশ্যও সফল হতে চলেছে।

রামুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার সকাল দশটায় ইসলামী ব্যাংক রামু শাখা কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর চট্টগ্রাম দক্ষিণ জোনের প্রধান ও ই ভি পি মুহাম্মদ আমীরুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট রামু শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল আজিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর কক্সবাজার শাখা প্রধান ও এভিপি আবদূল নাসের, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, ইউএনডিপি’র কক্সবাজার অঞ্চলের প্রকল্প কর্মকর্তা হাসিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি গিয়াস উদ্দিন, ব্যবসায়ি ও মানবাধিকার কর্মী সিকদার শফি উল্লাহ মনছুর প্রমূখ।

অনুষ্ঠানে জানানো হয়, রামু উপজেলার ৫টি ইউনিয়নে ২০১২ সালের নভেম্বর মাসে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্প শুরু হয়। ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে ফতেখাঁরকুল, রাজারকুল, চাকমারকুল, জোয়ারিয়ানালা ও কাউয়ারখোপ। এসব ইউনিয়নের ৬৫ টি গ্রামে ৬২ টি কেন্দ্রে ৪০০ টি দল এ প্রকল্পের অর্ন্তভূক্ত রয়েছে। বর্তমানে এ প্রকল্পের সদস্য সংখ্যা ১ হাজার ৯৪০ জন। বর্তমানে ১ হাজার ৩৪৫ জন বিনিয়োগ গ্রাহক এবং ৩ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ স্থিতি রয়েছে।
সভায় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের উদ্যোগে রাষ্ট্রীয়, ধর্মীয় ও সামাজিক জনকল্যাণমূলক কর্মকান্ড নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এ কারনে ইসলামী ব্যাংক কল্যাণমুখি ব্যাংক হিসেবে স্বীকৃিত পেয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন