আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  

আলীকদম প্রতিনিধি:

আলীকদম উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার বিকেলে শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলা।

হাজারো দর্শকের উপস্থিতিতে শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় ১নং আলীকদম সদর ইউনিয়ন একাদশের মুখোমুখি হয় ২নং চৈক্ষ্যং ইউনিয়ন একাদশ। খেলার ৯০ মিনিটে ২ দলই ১-১ গোলে প্রতিদ্বন্দ্বিতায় থাকে। প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ খেলাটি অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত ১০ মিনিটে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন একাদশের অনুকুলে ধরা দেয় স্বপ্নের গোল। শেষ পর্যন্ত  ২-১ গোলে ১নং আলীকদম  ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন একাদশ।

টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি ও পুরস্কার বিতরণ করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার।

উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং আলীকদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, আলীকদম থানার সেকেন্ড অফিসার মো. আজমগীর, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, ৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো প্রমুখ।

এছাড়াও খেলায় অন্যান্যদের মধ্যে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমরঞ্জন বড়ুয়া,  আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন