উপজাতি সন্ত্রাসী কর্তৃক চাঁনমিয়া হত্যার তীব্র নিন্দা ও গ্রেফতারের দাবী জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ

ডেস্ক নিউজ:

গত ২০ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে খাগড়াছড়ি জেলায় দীঘিনালা উপজেলার কবাখালীর মোঃ আলী আশরাফের ছেলে মোটরসাইকেল চালক চাঁনমিয়া (৩৮) কে উপজাতি সন্ত্রাসী কর্তৃক চাঁনমিয়া হত্যার তীব্র নিন্দা ও গ্রেফতারের দাবী জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ। শনিবার সংগঠনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্য তারা এ দাবী করেন।

এতে বলা হয়, দীঘিনালা সড়কের পাঁচমাইল এলাকায় চাঁনমিয়ার মটরসাইকেলে অস্ত্রধারী ২ উপজাতি যাত্রীবেসে উঠে গলা কেটে তাকে হত্যা করে মটরসাইকেলটি নিয়ে যায়। এই হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবী করে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মন্ডলীর সভাপতি- ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- এইসব খুন, চাঁদাবাজী, ও অপহরণ দেখেও সরকারের টনক নড়ছে না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন- আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনার জড়িতদের গ্রেফতার না করা হলে তিন পার্বত্য চট্টগ্রামে আবারও কঠোর কর্মসূচী ঘোষণাসহ দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “উপজাতি সন্ত্রাসী কর্তৃক চাঁনমিয়া হত্যার তীব্র নিন্দা ও গ্রেফতারের দাবী জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ”

  1. .
    .
    আমরা প্রশাসনের নিকট এই খুনের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি ।
    .
    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন