এমআইএসটিতে ‘UPCOMING CELLULAR COMMUNICATION TECHNOLOGIES: 3G AND BEYOND’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

RELEASE COPYঢাকার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারী ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী (এমআইএসটি)’তে গতকাল বৃহষ্পতিবার  ‘UPCOMING CELLULAR COMMUNICATION TECHNOLOGIES: 3G AND BEYOND’ বিষয়ের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়।  সেমিনারে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি |

      অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এমআইএসটি’র ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এবং সেমিনারের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান কামাল, পিএসসি। সেমিনারে মূল বক্তাগণ Upcoming Cellular Communication Technologies: 3G and Beyond বিষয়ে বাংলাদেশে সম্ভাবনা এবং এ সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, পরিকল্পনা, গবেষণা ও মোবাইল অপারেটরগণের বিনিয়োগের সদিচ্ছা বাংলাদেশে Cellular Communication Technology তে সেবার মান উন্নয়নে নতুন দিগন্তে উম্মোচন হবে।

পার্বত্যনিউজ/এমএইচপি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন