কক্সবাজারে মানববন্ধন: রোহিঙ্গা গণহত্যা বন্ধ করে ‘অশান্তির দূত’ সুচীর নোবেল ফিরিয়ে নেয়ার দাবি

untitled-1-copy

নিজস্ব প্রতিবেদক:

মায়ানমারের আরাকান প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের নেতারা। একই সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যার ঘটনায় রহস্যজনক ভূমিকা পালন করায় মায়ানমারের নেত্রী অং সাং সুচীর নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছে।

রবিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত রাখাইন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে কক্সবাজারের সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন বলেন, মায়ানমারের আরাকান প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর সে দেশের সরকার নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশের রাখাইন, বৌদ্ধ, হিন্দু সম্প্রদায় এই নির্যাতনের প্রতিবাদ জানায় এবং নির্যাতন বন্ধে দাবি জানায়।

মানববন্ধনে সংহতি জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, মায়ানমারের রাখাইন প্রদেশে সে দেশের সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে। রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। শান্তিতে নোবেল জয়ী অং সাং সুচী গণহত্যা চালিয়ে অশান্তি তৈরি করছে। তাই ‘অশান্তির দূত’ সুচীর নোবেল পুরুস্কার ফিরিয়ে নেয়া উচিত।

মানববন্ধনে জাতীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বাংলাদেশ পূজা উযাপন পরিষদের জেলা শাখার সভাপতি রনজিত দাশ, জেলা আওয়ামীলীগের সেক্রেটারী মুজিবুর রহমান চেয়ারম্যান, বাংলাদেশ রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যক্ষ ক্যথিং অং বক্তব্য রাখেন।

মানববন্ধনে রাখাইন সম্প্রদায়ের বহু নারী-পুরুষ ও শিশু, হিন্দু সম্প্রদায়ের লোকজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন