কক্সবাজার জেলার ১৪ ইউপি’র ফলাফল ঘোষণা: আ’লীগ ১০ বিএনপি ৩ জামায়াত ১

ইউনিয়ন পরিষদ নির্বাচন

ওমর ফারুক হিরু:
কক্সবাজারে ইউপি নির্বাচনে ১৬ টি ইউপির ১৪ টি ফলাফল পাওয়া গেছে। বড় মহশেখালী ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে। এছাড়া গতকাল রাত ১২ টা পর্যন্ত সাবরাং ইউপির বিজয়ী চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়নি।

তবে প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ ৭ টি আওয়ামীলীগ বিদ্রোহী ৩ টি বিএনপি ৩ টি জমায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী ১ টিতে বেসরকারিভাবে নির্বাচতি হয়েছেন। এরমধ্যে কুতুবদিয়ার ৩ টি বিএনপিতে ২ টিতে আওয়ামীলীগ, ১ টি জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী টেকনাফের ৪ টিরর মধ্যে ১টিতে আওয়ামীলীগ ও ২ টিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।

কিন্তু সাবরাং ইউপির ফলাফল পাওয়া যায়নি। মহেশখালীতে ভোট হওয়া ৬ টি ৪ টি আওয়ামীলীগ, ১ টিতে আওয়ামীলীগের বিদ্রোহী ও অন্য ১ টি ইউপির ফলাফল স্থগিত হয়েছে। কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়ন নির্বাচনে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী আসম শাহরিয়ার চৌধুরী ৪৫১০ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়রম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী আওয়ামীলীগ প্রার্থী ইয়াহিয়া ২৬৩০ ভোট পেয়েছেন। দক্ষিণ ধুরুং ইউনিয়ন নির্বাচনে বিএনপি প্রার্থী ছৈয়দ আহমদ ৩৩০৮ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন আলা আজাদ ৩১০২ ভোট। লেমশলীখালি ইউনিয়ন নির্বাচনে বিএনপি প্রার্থী আকতার হোসাইন ৫৫৫২ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী ছৈয়দ আহমদ কুতুবী ২৩৯৬ ভোট পেয়েছেন। আলী আকবর ডেইলে আওয়ামলীলীগ প্রার্থী নুরুচ্ছফা বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বড়গোপে আওয়ামলীলগি প্রার্থী এডভোকেট ফরিদুল ইসলাম বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং কৈয়ারবিলে বিএনপি প্রার্থী জালাল আহমেদ বেসককারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।

টেকনাফ সদর ইউপি নির্বাচনে আও’লীগের বদ্রোহী প্রার্থী শাহাজান মিয়া বেসকরাবিভাবে নির্বাচিত হয়েছেন সেন্টমাটিনে ১ হাজার ৩৪ ভোটে পেয়ে বেসরকারীবভাবে চেয়ারম্যান হয়েছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নুর আহম্মদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৭৪৫ ভোট। ধানের শীর্ষের প্রার্থী মাও.আব্দুর রহমান পেয়েছেন ৬৬৬ ভোট। আর বাহারছড়াায় আওয়ামীলীগ প্রার্থী মৌলভী আজিজ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তবে গতকাল মধ্যরাতে সাবরাংয়ে বিজয়ী চেয়ারম্যানের ব্যাপারে মুখ খোলেননি সরকারের সংশ্লিষ্ট সংস্থা।

ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদে ৬৮৪৬ ভোট পেয়ে আওয়ামীলীগ প্রার্থী জিহাদ বিন আলী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুতুবজাম ইউনিয়ন পরিষদে ১০৯২২ ভোট পেয়ে।

আওয়ামীলীগ প্রার্থী মোশারফ হোসেন খোকন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, হোয়ানক ইউনিয়নে ১৭১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী মোহাম্মদ মোস্তাফা কামাল। মাতারবাড়িতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাস্টার মোহাম্মদ উল্লাহ ৮৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বড় মহেশখালী রির্টানিং অফিসার সূত্রে জানা গেছে ৮টি কেন্দ্রের ফলাফলে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনায়েত উল্লাহ বাবুল ১১৪৪৬ বোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ প্রার্থী মোহাম্মদ শরীফ পেয়েছেন ১০৬১০ ভোট। ওখানে ৮৩৬ ভেটে এগিয়ে রয়েছেন সতন্ত্র প্রার্থী।

এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা কন্ট্রোল রুমে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসছিল। টেকনাফের ৩ টি ইউপির ফলাফল পাওয়া গেলেও সাবরাংয়ের ফলাফল এখনও পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন