কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের মৃত্যু

fec-image

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. সাআদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে সৈকতের লাবণি পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটক স্রোতের টানে ভেসে যান। এর আগে বেলা ১টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট মোহাম্মদ আলীফ (১১) নামে একটি পর্যটক শিশু ভেসে যায়। তাকে লাইফগার্ড কর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছেন।

নিহত মো. সাআদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকার মো. আহসান উল্লাহর ছেলে। জীবিত উদ্ধার মোহাম্মদ আলীফ ঢাকার কল্যাণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন বলেন, বেলা ২টার দিকে সৈকতের লাবণি পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান মো. সাআদ। তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার পর মারা যান।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেহরিন আলম বলেন, পর্যটক মো. সাআদসহ কয়েকজন বন্ধু ঈদ উপলক্ষে আজ সকালে কক্সবাজার বেড়াতে আসেন। তাঁরা হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার মোরশেদা রিসোর্টে উঠেছিলেন। পরে বেলা ২ টার দিকে বন্ধুরা মিলে সৈকতের লাবণি পয়েন্টে গোসল করতে যান।

এ সময় সাগরে ভাটার তীব্র স্রোতের টানে সাআদ ভেসে যান। লাইফগার্ড কর্মীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে সাআদকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে এএসপি শেহরিন আরও বলেন, ভেসে যাওয়ার সময় অতিরিক্ত লবণপানি পান করায় পর্যটক সাআদের মৃত্যু হয়েছে। মৃত পর্যটকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, পর্যটক, মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন