কবরস্থানের জায়গা উদ্ধার ঠেকাতে মরিয়া প্রভাবশালীরা

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় কবরস্থানের জায়গা উদ্ধার ঠেকাতে প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠেছে। এনিয়ে এলাকার  সচেতন মহলের মাঝে বিরাজ করছে উত্তেজনা ও চাপা ক্ষোভ। ঘটনাটি ঘটেছে, উপজেলার শিলখালী ইউনিয়নের কাঁচারীমুরা ষ্টেশন এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার লম্বামুরা নামক এলাকায় প্রায় ১০/১৫ কানি জায়গায় জুড়ে রয়েছে এলাকার ১, ২ ও ৩নং ওয়ার্ডের কসাইপাড়া, ছৈয়দনগর, আলেকদিয়া, লম্বামুরা, পূর্ব ভারুয়াখালী, কাঁচারীমুরা ও তৎসংগ্লন্ন এলাকার বিপুল জনগোষ্টির পারিবারিক ও সামাজিক কবরস্থান। যেখানে প্রায় অর্ধশত বছর ধরে ওয়ারিশ সূত্রের লোকজনের মৃত্যু পরবর্তী দাফন কার্য সম্পন্ন করা হয়। বিগত সময়ে স্থানীয় কিছু অসাধু প্রভাবশালী ক্ষমতার দাপট ও প্রভাব প্রতিপত্তির জোরে ওই কবরস্থানের জায়গা জবর দখলে নিয়ে গড়ে তোলে নানা স্থাপনা। বর্তমান সরকার ক্ষমতায় এলে কবরস্থান ভুক্তভুগী সামাজিক লোকজন বিষয়টি নিয়ে স্থানীয় ক্ষমতাসীনদল আওয়ামীলীগের নীতিনির্ধারকদের হস্তক্ষেপে কবরস্থান জবরদখল ঘটনার প্রতিকার কামনা করেন।

পরে, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করে লম্বামুরা সামাজিক কবরস্থানের জবর দখলীয় জায়গা উদ্ধারে নামেন। এসময় ওয়াহিদুর রহমান ওয়ারেচীর নেতৃত্বে জবর দখলকৃত কবরস্থানের উল্লেখযোগ্য পরিমানের স্বত্ব উদ্ধার  করে বাকি স্বত্ব উদ্ধারেও কৌশলী অবস্থান নেয়া হয়। এদিকে, স্থানীয় গুটিকয়েক অসাধু দখলবাজ কবরস্থানের জায়গা নিজেদের দখলে রাখতে উদ্ধার তৎপরতা সংশ্লিষ্ট কয়েকজন নেতৃস্থানীয়ের সাথে গোপন আঁতাতের মাধ্যমে কবরস্থানের সুবিধা দাবীদার নিরীহ লোকজনদের দমাতে নানামুখী ষড়যন্ত্র, মিথ্যাচারে লিপ্ত হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় কাঁচারীমুরা ষ্টেশনে দেখা দেয় পরস্পর বিরোধী তৎপরতা। যার জের ধরে, ওই ষ্টেশনের কতিপয় ব্যবসায়ী কথিত চুরির নাটক সাজিয়ে এলাকার নিরীহ লোকজনদের মিথ্যা মামলা মোকাদ্দমায় ফাঁসানোর পাঁয়তারার অভিযোগ উঠে। যা নিয়ে অধিকাংশ স্থানীয় লোকজন এলাকার জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয়দের নির্বিকার এবং রহস্যজনক ভূমিকাকে দায়ী করেন। বর্তমানে ওই এলাকার লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী, সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মো. সোনা মিয়াসহ অনেকেই ঘটনার সত্যতা জানিয়ে শিলখালীর লম্বামুরা সামাজিক কবরস্থানের জবর দখলীয় জায়গা পুনরুদ্ধারে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন