কলম্বাস নয়, মুসলমানরাই আমেরিকা আবিষ্কার করেছে: এরদোগান

এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

ইস্তাম্বুল: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন,কলম্বাস নয়, মুসলমানরাই আমেরিকা আবিষ্কার করেছিলেন। কলম্বাসের তিনশ’ বছর আগেই মুসলমানরা আমেরিকা আবিষ্কার করেন বলে জানান তিনি। শনিবার ইস্তাম্বুলে ল্যাটিন আমেরিকার মুসলমান নেতাদের এক সম্মেলনে এরদোগান একথা বলেন।
কলম্বাসের একটি ডায়রির উদ্ধৃতি দিয়ে এরদোগান বলেন, ‘ইসলাম ও লাতিন আমেরিকার মধ্যে পরিচয় হয়েছে বারো শতাব্দি থেকে। ১১৭৮ সালে মুসলমানরা আমেরিকা আবিষ্কার করেছেন; ক্রিস্টোফার কলম্বাস নন।’ এরদোগানের এ বক্তব্য টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ১১৭৮ সাল থেকে মুসলিম নাবিকরা আমেরিকা পৌঁছাতে থাকেন এবং কলম্বাস নিজেই কিউবা উপকূলে একটি পাহাড়ের ওপর একটি মসজিদের অস্তিত্বের কথা উল্লেখ করেছেন। তুরস্ক সেই জায়গায় একটি মসজিদ তৈরি করতে প্রস্তুত রয়েছে বলে জানান এরদোগান।

তিনি বলেন, ‘মসজিদ তৈরি প্রসঙ্গে আমি কিউবার ভাইদের সঙ্গে কথা বলব এবং ওই পাহাড়ের ওপর সুন্দরভাবে একটি মসজিদ নির্মিত হতে পারে।’

আমেরিকার আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্ণধান ইতিহাসবেত্তা ড. ইউসেফ মরুই ১৯৯৬ সালে এক নিবন্ধে লিখেছেন, ‘কলম্বাস তার নিবন্ধে স্বীকার করেছেন যে ১৯৪২ সালের ২১ অক্টোবর সোমবার তার জাহাজ যখন কিউবার উত্তর-পূর্ব উপকূলের জিবারা অতিক্রম করছিল তখন একটি সুন্দর পাহাড়ের চূড়ায় তিনি একটি মসজিদ দেখতে পান।’

তবে বেশিরভাগ ইতিহাস গ্রন্থে বলা হয়ে থাকে- ১৪৯২ সালে ভারত যাওয়ার নতুন সমুদ্র পথ আবিষ্কার করতে গিয়ে কলম্বাস ভুল করে আমেরিকায় চলে যান।

এরদোগান বলেন, ‘জবরদস্তি করে, ‘তলোয়ারের জোরে লোকজনকে ইসলাম গ্রহণ করানো কখনো ইসলামের অংশ ছিল না। আমাদের ধর্ম কখনো শোষণের হাতিয়ার ছিল না। যারা স্বর্ণের জন্য আমেরিকা আর হীরার জন্য আফ্রিকায় উপনিবেশ স্থাপন করেছিল, তারাই এখন তেলের জন্য মধ্যপ্রাচ্যে একই নোংরা ষড়যন্ত্র করছে।’
এরদোগান প্রশ্ন করেন, ‘ মুসলিম বিশ্বের ধনাঢ্য মুসলমানরা কী তাদের তেলের রাজস্বের জন্য জাকাত দেন?’ ‘কেউই এই প্রশ্নের সদুত্তর দিতে পারছে না।’ এরদোগান বলেন, ‘মুসলমানদের সবার আগে আত্মসমালোচনা ও নিজেদের সংশোধন করতে হবে। এরপর আমাদের আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা উচিত নয়।’
সূত্র: বিবিসি, ডেইলি হুরিয়েত, আরটিএনএন

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন